
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা : কাশ্মীরে পুলিশ ও সিআরপিএফ এর গুলিতে নিহত ২জঙ্গি, মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্রশস্ত্রও এবং একজন সঙ্গীর পকেট থেকে পাওয়া যায় প্রেস কার্ড । জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে কাশ্মীরের রাইনাওয়াড়িতে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। সেই সংঘর্ষেই এনকাউন্টার হয় দুই জঙ্গি। বাকিদের ধরার প্রয়াস গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পরবর্তীকালে এই বিষয়ে কাশ্মীরের জেনারেল ইন্সপেক্টর বিজয় কুমার জানিয়েছেন, “মৃত জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। একজন জঙ্গির কাছ থেকে একটি প্রেসকার্ড উদ্ধার করা হয়েছে” । সংবাদমাধ্যমের অপব্যবহার করছে জঙ্গি সংগঠনরা তারই ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা , বক্তব্য ইন্সপেক্টরের। পরবর্তীকালে প্রেসকার্ড ট্রেস করা হলে জানা যায়,মৃত জঙ্গির নাম রইস আহমেদ ভাট এবং তিনি ভ্যালি মিডিয়া সার্ভিসের এডিটর ইন চিফ , তবে এই সংবাদমাধ্যমটির নাম অনেকেরই অজানা। সেই সাপেক্ষে পুলিশের অনুমান এটি সম্পূর্ণ ভুয়া প্রেস কার্ড। এছাড়াও পুলিশি তদন্তে আরও জানা যায়, গত বছরের অগস্ট মাসে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন রইস আহমেদ ভাট। তিনি সি স্তরের জঙ্গি হিসাবে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের গতিবিধি নিয়ন্ত্রণ করতেন। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাশ্মীরে বেশ কয়েকজন লস্কর জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় কাশ্মীর পুলিশ। এরপরই মধ্যরাতে রাইনাওয়াড়ি এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ ও সিআরপিএফ বাহিনী। বুধবার সকালে দিনের আলো ফুটতেই গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও যৌথ বাহিনীর মধ্যে। আর সেই গুলিতেই এনকাউন্টারে হত হয় দুই জঙ্গি।