
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ফের বিতর্কের কেন্দ্রে “দ্য কাশ্মীর ফাইলস”। এবারে যশবন্ত সিনহারের টুইট ঘিরে বিতর্ক। প্রথম থেকেই দ্য কাশ্মীর ফাইলস নিয়ে শোরগোলের শেষ নেই কেউবা প্রশংসার পঞ্চমুখ, কেউ আবার সমালোচনার তীর নিক্ষেপ করছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহার টুইটে লেখেন, “যারা এখনও দ্য কাশ্মীর ফাইলস দেখেনি, তাদের দু’বছরের জন্য জেলে যাওয়া উচিত, আর যারা এই সিনেমাটির সমালোচনা করবে তাঁদের যাবজ্জীবন কারাবাস।” এই টুইটের পরেই শুরু হয়ে যায় শোরগোল। প্রশ্ন উঠছে, কেন এতটা জোর দিয়ে “দ্য কাশ্মীর ফাইলস ” দেখতে বলছেন তিনি? আসলে ছবিটি নিয়ে গেরুয়া শিবিরের উচ্ছ্বাসকেই কটাক্ষ করতে চেয়েছেন তিনি। এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই কটাক্ষের সুরে তাল মিলিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন, ”দ্য কাশ্মীরি ফাইলস ছবিটি তৈরি হলে, ‘লখিমপুর ফাইলসও তৈরি হতে পারে।” যদিও এই টুইটের অন্তর্নিহিত অর্থ অনেকে বুঝতে না পেরে মিম তৈরি করেন যশবন্তকে নিয়ে। উল্লেখ্য, ” দ্য কাশ্মীর ফাইলস “কে তুরুপের তাস বানিয়েছে বিজেপি। সমালোচকরা বলছেন, এই সিনেমাকে কাজে লাগিয়ে বিজেপির লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচনে জয়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মিলছে সিনেমার জন্য ছুটি, কোথাও আবার কর ছাড়। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যশবন্তের ট্যুইট আদতে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়ার লক্ষ্যে।