“কিশমিশ” এর অ্যানিমেটেড এন্ট্রি

Spread the love

শ্রেয়া ঘোষ/  সংবাদ সংস্থা: বাংলার প্রথম অ্যানিমেটেড মুভি হতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত “কিশমিশ”। সম্প্রতি মুক্তি পেয়েছে কিশমিশ এর ট্রেলার, এনিমেশন এর মাধ্যমে এন্ট্রি হচ্ছে  ক্যারেক্টারের। যা বাংলা সিনেমার ধারায় নিঃসন্দেহে প্রথমবার। দেব এই প্রসঙ্গে বলেন,”আমি সব সময় নতুন কিছু করতে চেয়েছি, অ্যানিমেটেড সাথে রিয়ালিস্টিক স্ক্রিন প্লে থাকলে সিনেমা দেখার আনন্দ আরো বেড়ে যায়”। অ্যানিমেশনেরর সাথে সাথে তিনটে টাইমলাইন নিয়ে একটা ছবি কখনো ফ্যান্টাসি কখনো বাস্তব আবার কখনো‌ 90’s -এর প্রেম ।এক কথায় বলা যেতে পারে কিসমিস যেন এক কমিক্স বুক।  ভারতীয় ছবিতে তামিল ও হিন্দি ছবির যেমন দাপট সেদিকে বাংলা সিনেমা অনেকটাই পিছিয়ে , কিশমিশ হতে চলেছে বাংলা সিনেমার বাজি এমনটাই বক্তব্য সংসদ অভিনেতা দেবের। ” কিশমিশ” যে এক নতুনত্ব ধারার আদলে তৈরি তা কি আর বলার অপেক্ষা রাখে? সবমিলিয়ে বলতেই হয় অন্যান্য বাংলা ছবি তুলনায় “কিশমিশ” কিন্তু একটু বেশি মিষ্টি। আর সেই মিষ্টতার ছবিই এখনই ধরা পড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। কিশমিশ নিয়ে আলাদাই উচ্ছ্বাস দর্শকের।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।