
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: দিল্লির কুতুবমিনার ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর অন্তর্গত। যার দৈর্ঘ্য ৭২.৫ মিটার। ইঁটের তৈরী এই মিনার বিশ্বের দীর্ঘতম। যার মধ্যে রয়েছে ৩৭৯ টি ঘোরানো সিঁড়ি। এই মিনারটি তৈরী করেছিলেন কুতুবুদ্দিন আইবক। এখানে মোট ২৭টি মন্দির ছিল। তার মধ্যে অন্যতম জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভ দেবের উপাসনাস্থল-সহ ভগবান বিষ্ণু, গণেশ, শিব, সূর্য, হনুমান, দেবী গৌরীর মন্দির। আর সেই কুতুবমিনার চত্বরের প্রাচীণ মন্দিরগুলি পুণর্নির্মাণ ও হিন্দু প্রথা অনুযায়ী পুজো করার অনুমতি চাইল বিশ্ব হিন্দু পরিষদ।