
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: আজ পয়লা বৈশাখ। আজকের এই শুভদিনের সকালে ৭ টা নাগাদ কেঁপে উঠল অরুণাচল। রিখটার স্কেলের মাত্রা ছিল ৫.৩। জাতীয় ভূতত্ত্ববিভাগের তরফ থেকে জানা যায়, এই ভূমিকম্পটি রাজ্যের ১১৭৬ কিলোমিটার উত্তরে পাঙ্গিন এলাকায় হয়। বিষয়টি নিয়ে টুইটও করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ এমনিতেই ভূমিকম্পপ্রবণ। গত ১৫ মার্চ পাঞ্জিন শহরই কেঁপে উঠেছিল ভূমিকম্পে। সেবার রিখটার স্কেলে ভূমিকম্পের অভিঘাত ছিল ৪.১। ২৬ মার্চেও ভূমিকম্পের অভিঘাতে কেঁপে উঠেছিল পাঞ্জিন শহর। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৫.১।