
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: অ্যারণ ফিঞ্চ ফর্মে না থাকার কারণে কলকাতা পরের ম্যাচে বসিয়ে দেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার আকাশ চোপড়া। তিনি মনে করছেন, বেঙ্কটেশ আইয়ারের মতো ব্যাটসম্যানকে যেখানে বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে অফ ফর্মে থাকা ক্রিকেটারকে KKR অযথা বয়ে বেড়াবে বলে মনে করছেন না।চলতি আইপিএলে ফিঞ্চকে একটু বেশি বিবর্ণ দেখাচ্ছে। একটি হাফ-সেঞ্চুরি করলেও বাকি তিনটি ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ অজি তারকা। এখনও পর্যন্ত টুর্নামেন্টের চার ম্যাচে মাঠে নেমে ফিঞ্চের ব্যক্তিগত সংগ্রহিত রান ৭, ৫৮, ৩ ও ৪। যা দেখে নিজের ইউটিউব শো আকাশবাণীতে চোপড়া বলেন, ‘এতবড় ক্রিকেটার, অথচ এত সমস্যা! ভিতরে আসা বল ওকে (ফিঞ্চকে) এত জ্বালাতন করে? ওকে রীতিমতো অস্বস্তিতে দেখাচ্ছে। বিষয়টা গুরুতর। আমার তো মনে হচ্ছে পরের ম্যাচে ওকে আর খেলানো হবে না। বেঙ্কটেশ আইয়ারকেই বসিয়ে দেওয়া হয়েছে। ফিঞ্চকে দলে রাখা হবে বলে মনে হয় না। একটা ম্যাচে রান করেছিল বটে, তবে ওকে অনেকটাই অফ ফর্মে দেখাচ্ছে।’
