
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা:কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা নারুলাকে কেন কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদ করছে না? এঁরা ইডি-কে সহায়তা করতে সবসময় প্রস্তুত। সুপ্রিম কোর্টে জানতে চাইলেন বন্দ্যোপাধ্যায় দম্পতির আইনজীবী কপিল সিব্বল। এই মামলায় দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছেন অভিষেক ও রুজিরা।প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট। এমনকী দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, কলকাতায় ইডি আধিকারিকদের যাতে সুরক্ষা দেওয়া হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেওয়া হবে। যাতে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারে ইডি অফিসাররা।ঠিক কী সওয়াল–জবাব হল? আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করে বলেন, অভিষেক–রুজিরা তদন্তে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত। ইডি কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করুন অভিষেক–রুজিরাকে। এই মামলার পরবর্তী শুনানি ১৭ মে। এ দিন সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরার আইনজীবী জানিয়েছেন যে, দরকার হলে কলকাতা পুলিশ ইডি আধিকারিকদের নিরাপত্তা দিতে পারেন।