শ্রেয়া ঘোষ/ সংবাদসংস্থা : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারের সিংহভাগ শেয়ার কেনার পর বিলিয়নিয়ার এলন মাস্কের নজরে এবারে কোকাকোলা। তিনি নিজেই ট্যুইট করে সে কথা জানিয়ে দিয়েছেন। তবে তার এই কোকাকোলা সংক্রান্ত টুইট কতটা যুক্তিযুক্ত তা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় কারণ এর পরেই তিনি আবার টুইট করে এলন মাস্ক জানিয়েছেন, ‘এবার আমি ম্যাকডোনাল্ডস কিনব আর সব আইসক্রিম মেশিন ঠিক করে দেব।’ তারপর তিনি লিখেছেন, ‘আমি অলৌকিক কিছু করতে পারি না।’ এরপর থেকেই শুরু হয় জল্পনা কল্পনা। উল্লেখ্য, কোকাকোলা তৈরি হয় কোকা পাতা ও কোলা নাটস দিয়ে। এর মধ্যেই কোলা নাটস থেকে পাওয়া যায় ক্যাফিন ও কোকা পাতা যা দিয়ে তৈরি হয় কোকেন। অর্থাৎ কোকাকোলার গোপন রেসিপিতে ছিল কোকেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন ও ক্যাফিনের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় কোকাকোলার রেসিপি থেকে এটি সরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে সে কথা উল্লেখ্য করেই টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক ট্যুইট করে জানিয়েছেন, তিনি ফিরিয়ে আনতে চান কোকেন। তাই জন্যই এবারে কোকাকোলার শেয়ার কিনতে চান।
শ্রেয়া ঘোষ/ সংবাদসংস্থা : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারের সিংহভাগ শেয়ার কেনার পর বিলিয়নিয়ার এলন মাস্কের নজরে এবারে কোকাকোলা। তিনি নিজেই ট্যুইট করে সে কথা জানিয়ে দিয়েছেন। তবে তার এই কোকাকোলা সংক্রান্ত টুইট কতটা যুক্তিযুক্ত তা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় কারণ এর পরেই তিনি আবার টুইট করে এলন মাস্ক জানিয়েছেন, ‘এবার আমি ম্যাকডোনাল্ডস কিনব আর সব আইসক্রিম মেশিন ঠিক করে দেব।’ তারপর তিনি লিখেছেন, ‘আমি অলৌকিক কিছু করতে পারি না।’ এরপর থেকেই শুরু হয় জল্পনা কল্পনা। উল্লেখ্য, কোকাকোলা তৈরি হয় কোকা পাতা ও কোলা নাটস দিয়ে। এর মধ্যেই কোলা নাটস থেকে পাওয়া যায় ক্যাফিন ও কোকা পাতা যা দিয়ে তৈরি হয় কোকেন। অর্থাৎ কোকাকোলার গোপন রেসিপিতে ছিল কোকেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন ও ক্যাফিনের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় কোকাকোলার রেসিপি থেকে এটি সরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে সে কথা উল্লেখ্য করেই টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক ট্যুইট করে জানিয়েছেন, তিনি ফিরিয়ে আনতে চান কোকেন। তাই জন্যই এবারে কোকাকোলার শেয়ার কিনতে চান।