
সংবাদ সংস্থা: গুগল ম্যাপ মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। আপনি যদি কোথাও যান বা যেতে চান, তাহলে একবার গুগল ম্যাপ খুলে লোকেশন খুঁজে বের করার চেষ্টা করেন। কিন্তু এই ফিচারটি ডাউন হলে বুঝতেই পারছেন, কতটা সমস্যা হতে পারে।আর ঠিক সেটাই হলো। তার জেরে এক প্রকার দিশাহীন হয়ে পড়েন ইউজাররা। বিশ্বের একাধিক জায়গায় এই নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন সকলে। গন্তব্যে পৌঁছতে তাঁদের হিমসিম খেতে হচ্ছে। ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নটা থেকে সমস্যা দেখা দিতে শুরু করেছিল গুগল ম্যাপে। ভারত সহ বিশ্বের একাধিক দেশে গুগল ম্যাপে সমস্যা দেখা দিতে শুরু করেছিল। অ্যাপ ক্যাব থেকে সাধারণ মানুষ এখন অনেকেই গন্তব্যে পৌঁছতে গুগল ম্যাপের ব্যাবহার করে থাকেন। কিন্তু হঠাত্ করে বৃহস্পতিবার রাত থেকে গুগল ম্যাপে সমস্যা দেখা দিতে শুরু করেছিল। যার জেরে ভারত সহ গোটা বিশ্বের অসংখ্য মানুষ সমস্যায় পড়েন। আমেরিকার প্রায় ১২০০০ মানুষ গুগল ম্যাপ ক্র্যাশ করায় সমস্যায় পড়েছিলেন। ঠিক একই ভাবে ব্রিটেনের প্রায় ২০০০ মানুষ দিনভর হিমসিম খেয়েছেন গুগল ম্যাপ নিেয়। যাকে বলে এক প্রকাশ ডিজিটাল দিশেহারা হয়ে গিয়েছিলেন তাঁরা। কানাডায ১৭৬৩ জন ইউজার একই ভাবে গুগল ম্যাপের সংকটে পড়েছিলেন।