ক্ষমতার নেশায় কেউ যেন মনুষ্যত্ব না হারায়, বার্তা সাংসদ দেবের

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের যান সাংসদ – অভিনেতা দীপক অধিকারী। সেখানে মূলত একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন তিনি। তারপর পড়ুয়াদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন সাংসদ।কলেজ পড়ুয়াদের উদ্দেশে রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখার আবেদন জানান তিনি। সাংসদ-অভিনেতা বলেন, “কলেজটা পড়াশোনার জায়গা, রাজনীতির জায়গা নয়। আমি চাই কলেজে রাজনীতি কম, পড়াশোনাটা বেশি হোক। বন্ধুত্ব অটুট থাকুক। মনুষ্যত্ব বেঁচে থাকুক। আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই, যেখানে কেউ অন্য রাজনৈতিক দলকে সমর্থন করলে, তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না।”এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ খোলেন দেব । তিনি বলেন, “রামপুরহাটের বগটুইতে যা হয়েছে, তা কখনই হওয়া উচিত নয়। এতে রাজ্যের নাম খারাপ হচ্ছে। ক্ষমতার নেশায় যেন এমন না হয় যে, মানুষ-মানুষকে চিনতে না পারে।তিনি বলেন, “পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে বোমা বন্দুক উদ্ধার করছে, তা একদিকে ভাল। পুলিশ প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত, সরকারকেও আরও শক্ত হতে হবে। যাতে এমন ঘটনা না ঘটে সেদিকটা নিশ্চিত করতে হবে।””
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।