
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: একদিকে স্টেশনের বাইরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণকাজের জন্যে বড়ো অংশ আটকে এবং এরপাশে রাতে দূরপাল্লার ট্রেন ধরতে একসঙ্গে অনেক যানবাহন আটকে যানজটের সৃষ্টি হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।এই দুই সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে শিয়ালদহ উত্তর শাখার আচার্য প্রফুল্লচন্দ্র রোডের দিকের গেটটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা। কিন্তু এইবারে এই সমস্যা মেটাতে লালবাজার পূর্ব রেল কর্তৃপক্ষকে পার্সেল গেট ব্যাবহারের প্রস্তাব পাঠালো। পূর্ব রেল এই ব্যাপারে সম্মতি জানালেও সরকারিভাবে কোন কিছু আপাতত লালবাজারকে জানানো হয়নি বলে সূত্রের দাবি।
