অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বনাম চেন্নাই সুপার কিংসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।সিএসকে ইনিংসের ১৭তম ওভারে ক্রিজে শিবম দুবে আর আম্বাতি রায়াডু ব্যাট করছিলেন। এক তুখড় ইনিংস খেলে সদ্যই সাজঘরে ফিরেছেন ডেভন কনওয়ে।কিন্তু এর মধ্যেই ধরা পড়লো ক্যামেরায় এক অদ্ভুত দৃশ্য। ধোনির দিকে ক্যামেরা তাক করতেই তাঁকে ব্যাট মুখে নিয়ে দেখা যায়। তা দেখে সবাই অবাক। এই রহস্যর পিছনের আসল কারণ তারকা লেগ স্পিনার অমিত মিশ্র নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, ‘অনেকেই ভাবছেন ধোনি কেন তাঁর ব্যাট খান। তাদের জন্য বলে রাখি, ও নিজের ব্যাট থেকে টেপ সরানোর জন্য এমনটা করে থাকে। কারণ ও নিজের ব্যাটকে একদম পরিষ্কার রাখা পছন্দ করে। একটি টেপ বা সুতোই কখনও এমএসের ব্যাট থেকে উঠে আসতে দেখা যায় না।’অমিতের এই বিবরণের পর গোটা বিষয়টা সাফ হয়ে যায়।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বনাম চেন্নাই সুপার কিংসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।সিএসকে ইনিংসের ১৭তম ওভারে ক্রিজে শিবম দুবে আর আম্বাতি রায়াডু ব্যাট করছিলেন। এক তুখড় ইনিংস খেলে সদ্যই সাজঘরে ফিরেছেন ডেভন কনওয়ে।কিন্তু এর মধ্যেই ধরা পড়লো ক্যামেরায় এক অদ্ভুত দৃশ্য। ধোনির দিকে ক্যামেরা তাক করতেই তাঁকে ব্যাট মুখে নিয়ে দেখা যায়। তা দেখে সবাই অবাক। এই রহস্যর পিছনের আসল কারণ তারকা লেগ স্পিনার অমিত মিশ্র নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, ‘অনেকেই ভাবছেন ধোনি কেন তাঁর ব্যাট খান। তাদের জন্য বলে রাখি, ও নিজের ব্যাট থেকে টেপ সরানোর জন্য এমনটা করে থাকে। কারণ ও নিজের ব্যাটকে একদম পরিষ্কার রাখা পছন্দ করে। একটি টেপ বা সুতোই কখনও এমএসের ব্যাট থেকে উঠে আসতে দেখা যায় না।’অমিতের এই বিবরণের পর গোটা বিষয়টা সাফ হয়ে যায়।