
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: গঠিত হল রাজ্যের পঞ্চম অর্থ কমিশন। ৫ সদস্যের এই কমিশনের মাথায় চেয়ারম্যান পদে থাকছেন আইএসআই-য়ের প্রাক্তন অধ্যাপক ডা. অভিরূপ সরকার। তিনি এর আগেও রাজ্যের তৃতীয় অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন। কমিশনের বাকি ৪ সদস্য হলেন প্রাক্তন আইএএস আধিকারিক বর্ণালী বিশ্বাস, প্রাক্তন ডব্লুউবিসিএস আধিকারিক আশিষ কুমার চক্রবর্তী, রুমা মুখোপাধ্যায় ও অবসরপপ্রাপ্ত আইএএস আধিকারিক স্বপন কুমার পাল। এই চারজনের মধ্যে স্বপনবাবু কমিশনের সচিব হিসাবেও কাজ করবেন। কমিশনের কার্যকালের মেয়াদ থাকছে ২০২৩ সালের ৩১ মার্চ অবধি। এই অর্থ কমিশনের দায়িত্বে থাকছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলির মধ্যে করসংক্রান্ত বিষয়গুলির পুনর্মূল্যায়ণ করা। আগামী ৬ মাসের মধ্যে সেই সম্পর্কিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে কমিশন।
