গল্প নয় সত্যি! আসতে চলেছে ভারতের প্রথম বুলেট ট্রেন 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: খুব শীঘ্রই আসতে চলেছে ভারতের প্রথম মুম্বাই – নাগপুর গামী বুলেট ট্রেন। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সম্পন্ন হয়েছে ডিপিআর রিপোর্ট। এই বুলেট ট্রেনের মূলত করিডর ৭০০ কিমি মুম্বাই থেকে নাগপুর । মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন (MSRDC) পরবর্তীকালে জানান এর সাথে ওয়ার্ধা, খাপরি ডিপো, পুলগাঁও, মালেগাঁও জাহাঙ্গীর, জালনা, কারঞ্জা লাড, মেহকার, শিরডি, নাসিক, ঔরঙ্গাবাদ, ইগাতপুরি এবং শাহাপুরের মতো জেলাগুলিও  সংযুক্ত করা হবে।বর্তমানে, সড়ক পথে যাতায়াতে সাধারনত প্রায় ১২ ঘন্টা সময় লাগে। সেই দিক থেকে বুলেট ট্রেন চার ঘণ্টা কম সময় নেবে দুই শহরের যাতায়াতের মধ্যে । বুলেট ট্রেনের সর্বোচ্চ ডিজাইন গতি হবে ৩৫০ কিমি প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ অপারেটিং গতি ৩২০ কিমি প্রতি ঘন্টা। এই বুলেট ট্রেনটি পরিচালিত হবে জাপানি শিনকানসেন (Japanese Shinkansen)প্রযুক্তিতে।এছাড়াও যাত্রীদের সুবিধার্থে মহারাষ্ট্র রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ভারতীয় রেলওয়ে এবং মহারাষ্ট্র সরকারের যৌথ উদ্যোগে মুম্বাই এবং পুনের মধ্যে একটি আধা-হাই-স্পিড রেল করিডরের পরিকল্পনাও করা হচ্ছে। জাপান, স্পেন,ফ্রান্স সহ আরো বিভিন্ন দেশে রয়েছে বুলেট ট্রেন এখন সেই দলেই নাম লেখাতে চলেছে আমাদের ইন্ডিয়া ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।