
চরক শপথে বিতর্ক কলকাতা মেডিকেলে নিজস্ব প্রতিবেদন: হিপোক্রেটিক শপথের পরিবর্তে চরক শপথ পাঠ করিয়ে বিতর্কের জন্ম দিল কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথমবর্ষের ক্লাস শুরু দিনেই ডাক্তারি পড়ুয়াদের চরক শপথ পাঠ করানো হয়। চিকিত্সকদের একাংশের অভিযোগ, যুগ-যুগ ধরে চলে আসা ‘হিপোক্র্যাটিক শপথ’ বাদ দিয়ে ঢুকে পড়ল হিন্দুত্ববাদের ছায়া। কেন হিপোক্রেটিক শপথ বাদ দিয়ে চরক শপথ পাঠ করা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এনিয়ে এবার কার্যত ভুল স্বীকার করল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষ ডঃ রঘুনাথ মিশ্র বলেন, এটা একটা ভুল হয়ে গিয়েছে। তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘কিছুদিন আগে একটি ভিডিও কনফারেন্স হয়েছিল। সেখানে চরক শপথের ব্যাপারে আলোচনা হয়। এদিকে আমাদের স্টাফেরা ভেবেছিলেন এটা হয়তো অফিসিয়াল গাইডলাইন। সেকারণেই এটি প্রথম বর্ষের ছাত্রদের পাঠ করিয়ে ফেলেছেন। এটি আমাদের দিক থেকেই ভুল। অফিসিয়াল গাইডলাইন ভেবে আমরা ভুল বুঝেছিলাম।’ উল্লেখ্য, ডাক্তারি পাশ করার পর পড়ুয়াদের গ্র্যাজুয়েশনের দিনে নেওয়ানো হয়ে থাকে হিপোক্রেটিক ওথ’। হিপোক্রেটাসের শপথবাক্য পাঠ করেই রোগী চিকিত্সায় ব্রতী হন তাঁরা। পাশাপাশি তাঁদের দেওয়া হয়ে থাকে হোয়াইট কোটও। কিন্তু কিছুদিন আগে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের একটি গাইডলাইন ঘিরে বিতর্কের সূত্রপাত। যেখানে প্রস্তাব নেওয়া হয়, এবার থেকে ভারতীয় চিকিত্সকরা পাশ করার পর হিপোক্রেটিক ওথের বদলে চরক শপথ নেবেন।