সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: গ্যাসের পর এবার আলু।এক ধাক্কায় অনেকটাই বাড়ল আলুর দাম। মূল্যবৃদ্ধির প্রভাবে বাঙালির পাতে আলুসেদ্ধ-ভাতও এখন যেন বিলাসিতার সমান হয়ে উঠছে আসতে আসতে। কারণ অন্য সব জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে একধাক্কায় চন্দ্রমুখী আলু এখন বাজারে বিকোচ্ছে ৪০ টাকা কেজি দরে।গত একমাসে চন্দ্রমুখী আলুর দাম বেড়েছে প্রায় ১৫ টাকা। আচমকাই আলুর এই দাম বাড়ায় ব্যবসায়ীদের দাবি চন্দ্রমুখী আলুর যোগান কমে যেতেই এই মূল্যবৃদ্ধি। চাল, ডাল, তেল, শাক-সবজি, বাজারে গেলে এই মুহূর্তে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ দিন কাটাচ্ছিলেন আলুসেদ্ধ ভাত খেয়ে। কিন্তু এবার আলুর দাম এতটাই বেড়ে গিয়েছে যে সেই আলুসেদ্ধ ভাতও পাত ছাড়া হতে চলেছে নিম্ন মধ্যবিত্তের।অনেকের বক্তব্য এমনটা চলতে থাকলে অর্ধাহার বা অনাহার-ই ভবিতব্য।
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: গ্যাসের পর এবার আলু।এক ধাক্কায় অনেকটাই বাড়ল আলুর দাম। মূল্যবৃদ্ধির প্রভাবে বাঙালির পাতে আলুসেদ্ধ-ভাতও এখন যেন বিলাসিতার সমান হয়ে উঠছে আসতে আসতে। কারণ অন্য সব জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে একধাক্কায় চন্দ্রমুখী আলু এখন বাজারে বিকোচ্ছে ৪০ টাকা কেজি দরে।গত একমাসে চন্দ্রমুখী আলুর দাম বেড়েছে প্রায় ১৫ টাকা। আচমকাই আলুর এই দাম বাড়ায় ব্যবসায়ীদের দাবি চন্দ্রমুখী আলুর যোগান কমে যেতেই এই মূল্যবৃদ্ধি। চাল, ডাল, তেল, শাক-সবজি, বাজারে গেলে এই মুহূর্তে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ দিন কাটাচ্ছিলেন আলুসেদ্ধ ভাত খেয়ে। কিন্তু এবার আলুর দাম এতটাই বেড়ে গিয়েছে যে সেই আলুসেদ্ধ ভাতও পাত ছাড়া হতে চলেছে নিম্ন মধ্যবিত্তের।অনেকের বক্তব্য এমনটা চলতে থাকলে অর্ধাহার বা অনাহার-ই ভবিতব্য।