
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: আলিপুর চিড়িয়াখানা নতুন সদস্য। দীর্ঘ পাঁচ বছর পর চিড়িয়াখানায় জন্ম নিল ওয়াটার মনিটর লিজার্ড। শনিবার সকালে ১৬ টি বাচ্চার জন্ম দেয় সরীসৃপ প্রজাতি। উল্লেখ্য, এতদিন পর্যন্ত লিজার্ড এর সংখ্যা ছিল ৮ টি। তারা এখন বেড়ে দাড়ালো ২৪টিতে। যার ফলেই স্বাভাবিকভাবেই খুশি আলিপুর চিড়িয়াখানা। সূত্রের খবর অনুযায়ী, সরীসৃপের ঘরে গর্ত করে তাতে খড় দিয়ে প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল। দিন কয়েক আগে ডিম দেয় সরীসৃপ প্রজাতিটি। এদিন সকালে সেই ডিম ফুটে জন্ম নিয়েছে ১৬টি প্রাণ। চিড়িয়াখানার কর্তৃপক্ষ মারফৎ জানা যায়, সদ্যজাতরা প্রত্যেকেই সুস্থ রয়েছে। তাদের একসঙ্গে ছোট্ট চৌবাচ্চায় রাখা হয়েছে।
