
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: চিতা বাঘের মাংসের পিকনিক করেশিলিগুড়িতে গ্রেফতার ৩জন । জানা গেছে, শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের কমলা চা বাগানের ধারের বিশাল ভূরিভোজের আয়োজন করা হয়। কিন্তু খাবারের পদ দেখে তো চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। মেনুতে রয়েছে চিতাবাঘের মাংস । তা দিয়েই জমিয়ে চলে খাওয়া দাওয়া। পুলিশ এটার খবর পেয়ে হানা দেয়। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।