
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের আইপিএলের। তার ঠিক আগেই রবীন্দ্র জাদেজার হাতে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ব্যাটন তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি।চেন্নাই সুপার কিংস আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার নেতৃত্বে। রবীন্দ্র জাদেজা হলেন চেন্নাই সুপার কিংসের তৃতীয় অধিনায়ক।ভবিষ্যতের কথা ভেবে ধোনি নিজেই সিএসকের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেন জাদেজার হাতে।আইপিএলের প্রথম মরশুম অর্থাৎ ২০০৮ থেকে চেন্নাইয়ের অধিনায়কের ভূমিকায় ছিলেন ধোনি। দলকে জিতিয়েছেন চার-চারটি ট্রফিও।গত মরশুমেও ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।তাঁর এই সিদ্ধান্তে ভক্তদের মন কিছুটা ভাঙলেও স্বস্তির খবর এই যে, ধোনি ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকবেন। এখন তাই নতুন অধিনায়ক জাদেজার হাত ধরে চেন্নাইয়ের উত্থান কামনাই করছেন সমর্থকরা।