সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: সোমবার সকালে মাওবাদী হামলায় কেঁপে উঠল ছত্তিশগড়ের নারায়নপুর। মাওবাদীদের পোতা একটি ল্যান্ডমাইন ফেটে মৃত্যু হয়েছে একজন ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি) আধিকারিকের। এই বিস্ফোরণে গুরুতর চোট পেয়েছেন আরও এক পুলিশ আধিকারিক। এই ঘটনা প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ডনড্রিবেদা এবং সোনপুর গ্রামের মধ্যেকার একটি স্থানে সকাল ৮.৩০ টার দিকে। ওই সময় আইটিবিপি-এর ৫৩ নম্বর ব্যাটালিয়নের একটি দল রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছিল। সেই সময় কোনও এক জওয়ানের পা পড়তেই বিস্ফোরণ ঘটে বলে খবর। এই বিস্ফোরণে সহকারী সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং শহিদ হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে হেড কনস্টেবল মহেশ এই হামলায় গুরুতর চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। আপাতত জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে ছত্তিশগড় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: সোমবার সকালে মাওবাদী হামলায় কেঁপে উঠল ছত্তিশগড়ের নারায়নপুর। মাওবাদীদের পোতা একটি ল্যান্ডমাইন ফেটে মৃত্যু হয়েছে একজন ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি) আধিকারিকের। এই বিস্ফোরণে গুরুতর চোট পেয়েছেন আরও এক পুলিশ আধিকারিক। এই ঘটনা প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ডনড্রিবেদা এবং সোনপুর গ্রামের মধ্যেকার একটি স্থানে সকাল ৮.৩০ টার দিকে। ওই সময় আইটিবিপি-এর ৫৩ নম্বর ব্যাটালিয়নের একটি দল রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছিল। সেই সময় কোনও এক জওয়ানের পা পড়তেই বিস্ফোরণ ঘটে বলে খবর। এই বিস্ফোরণে সহকারী সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং শহিদ হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে হেড কনস্টেবল মহেশ এই হামলায় গুরুতর চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। আপাতত জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে ছত্তিশগড় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।