
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ছেঁড়া ডেনিম এর পর বাজারে আগমন ছেঁড়া জুতোর , দাম লাখ পার। এক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের এই নয়া চমক নিয়ে এলো ইন্ডিয়ায়। এই জুতোর নাম – ‘destroyed sneakers’। মাত্র ১০০ জোড়া জুতো তৈরি করছে নামী ফ্যাশন ব্র্যান্ড ব্যালেনসিয়াগা যা বর্তমানে ইন্ডিয়ায় লঞ্চ করা হয়েছে। এবং ১৬ মে বিশ্বব্যাপী লঞ্চ করা হবে। জুতো গুলির দাম শুরু ৩৮ হাজার টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত।
