সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: ছোট পর্দার খড়কুটো ধারাবাহিকের অভিনেত্রী তৃণা সাহা কে এবারে দেখা যাবে বড়ো পর্দায়। পরিচালক অরিন্দম শীলের হাত ধরে বড় পর্দার যাত্রা শুরু করলেন অভিনেত্রী। ছবির নাম ‘ইস্কাবনের বিবি’। ছবিটিতে তৃণাকে দেখা যাবে এক নতুন চরিত্রে, যা তার ধারাবাহিক চরিত্র থেকে সম্পূর্ন ভিন্ন। ছবিটির গল্প রোমাঞ্চকর , তাই অভিনেত্রীর ধীর, স্থির, বোল্ড অবতারে চরিত্র দেখা মিলবে। মুম্বইয়ের লেখক, চিত্রনাট্যকার তথা পরিচালক পীযূষ ঝায়ের বই ‘গার্লস অব মুম্বইস্তান- থ্রি থ্রিলিং নভেলস অব লাভ অ্যান্ড রিভেঞ্জ ‘-এর ‘দ্য সিম্পল গার্ল’ গল্পটিকে নিয়েই এছবি। ইস্কাবনের বিবিরা কিভাবে রহস্যের জালে জড়িয়ে পড়বে , তারপর কিভাবে তাঁরা সেখান থেকে বেড়িয়ে আসবে তা এই ছবির মূল আলোচ্য বিষয়। এই চলচিত্রের ‘ শুভ মহরতের ‘ ছবি অভিনেত্রী এবং পরিচালক উভয়েই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দর্শকদের জানিয়ে দিলেন। জানা গেছে, এপ্রিলেই শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন লোকেশনে ছবির শ্যুটিং হবে।
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: ছোট পর্দার খড়কুটো ধারাবাহিকের অভিনেত্রী তৃণা সাহা কে এবারে দেখা যাবে বড়ো পর্দায়। পরিচালক অরিন্দম শীলের হাত ধরে বড় পর্দার যাত্রা শুরু করলেন অভিনেত্রী। ছবির নাম ‘ইস্কাবনের বিবি’। ছবিটিতে তৃণাকে দেখা যাবে এক নতুন চরিত্রে, যা তার ধারাবাহিক চরিত্র থেকে সম্পূর্ন ভিন্ন। ছবিটির গল্প রোমাঞ্চকর , তাই অভিনেত্রীর ধীর, স্থির, বোল্ড অবতারে চরিত্র দেখা মিলবে। মুম্বইয়ের লেখক, চিত্রনাট্যকার তথা পরিচালক পীযূষ ঝায়ের বই ‘গার্লস অব মুম্বইস্তান- থ্রি থ্রিলিং নভেলস অব লাভ অ্যান্ড রিভেঞ্জ ‘-এর ‘দ্য সিম্পল গার্ল’ গল্পটিকে নিয়েই এছবি। ইস্কাবনের বিবিরা কিভাবে রহস্যের জালে জড়িয়ে পড়বে , তারপর কিভাবে তাঁরা সেখান থেকে বেড়িয়ে আসবে তা এই ছবির মূল আলোচ্য বিষয়। এই চলচিত্রের ‘ শুভ মহরতের ‘ ছবি অভিনেত্রী এবং পরিচালক উভয়েই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দর্শকদের জানিয়ে দিলেন। জানা গেছে, এপ্রিলেই শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন লোকেশনে ছবির শ্যুটিং হবে।