সৌমিতা খাঁ: আজ ২৯- এ পা দিলেন রিললাইফের “গাঙ্গুবাই” আলিয়া। আর ভক্তদের সুখবর দেওয়ার জন্য নিজের জন্মদিনকেই বেছে নিলেন মহেশ-কন্যা আলিয়া ভট্ট। নিজের ইনস্টা হ্যান্ডেলে তাঁর আগামী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর পোস্টার সহ মুক্তির তারিখ পোস্ট করলেন। এমনকি সিনেমাটিতে তাঁর অভিনয়ের একঝলক ভিডিও ক্লিপিংও পোস্ট করলেন। শুধু তাই নয়, ক্যাপশনে লিখলেন ‘হ্যাপি বার্থডে টু মি… , ঈশার সাথে দেখা করার জন্য এর থেকে ভালো দিন এবং ভালো পন্থা আর হতে পারে না ‘। প্রসঙ্গত, ঈশা হল ‘ব্রহ্মাস্ত্র’-এ তাঁর অভিনীত চরিত্রের নাম। উল্লেখ্য, সম্প্রতি আলিয়া ভট্টর একটি সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে তিনি এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে তার অসাধারণ লড়াইকে দর্শকদের সামনে তুলে ধরেছেন। তাঁর অভিনয়ে আর সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নিষিদ্ধপল্লি কামাথিপুরার এক সত্য কাহিনী দর্শকদের সামনে উঠে এসেছে। সেই অভিনয়ের গভীরতায় এখনও মশগুল দর্শককূল। তার মধ্যেই জন্মদিনে ‘ব্রহ্মাস্ত্র’-এর সুখবরে উচ্ছ্বসিত ভক্তরা। বাঙালি পরিচালক অয়ন মুখার্জির পরিচালনায় আলিয়ার পাশাপাশি ব্রহ্মাস্ত্র’-এ অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, নাগার্জুন আক্কিনেনি, মৌনী রায় প্রমুখ। এর আগে স্টুডেন্ট অফ দি ইয়ার সিনেমা, হাইওয়ে, বাদরি কি দুলহানিয়া, কালাঙ্ক, রাজি, ডিয়ার জিন্দেগির মত সিনেমায় নিজেকে সফল প্রমাণ করে জায়গা পাকা করেছেন বলিউডে। আগামীদিনে ‘ব্রহ্মাস্ত্র’-ই যে বি-টাউনে আলিয়ার ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে চলেছে তা এখন থেকেই ভবিষ্যদ্বাণী করছেন ভক্তকূল।
সৌমিতা খাঁ: আজ ২৯- এ পা দিলেন রিললাইফের “গাঙ্গুবাই” আলিয়া। আর ভক্তদের সুখবর দেওয়ার জন্য নিজের জন্মদিনকেই বেছে নিলেন মহেশ-কন্যা আলিয়া ভট্ট। নিজের ইনস্টা হ্যান্ডেলে তাঁর আগামী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর পোস্টার সহ মুক্তির তারিখ পোস্ট করলেন। এমনকি সিনেমাটিতে তাঁর অভিনয়ের একঝলক ভিডিও ক্লিপিংও পোস্ট করলেন। শুধু তাই নয়, ক্যাপশনে লিখলেন ‘হ্যাপি বার্থডে টু মি… , ঈশার সাথে দেখা করার জন্য এর থেকে ভালো দিন এবং ভালো পন্থা আর হতে পারে না ‘। প্রসঙ্গত, ঈশা হল ‘ব্রহ্মাস্ত্র’-এ তাঁর অভিনীত চরিত্রের নাম। উল্লেখ্য, সম্প্রতি আলিয়া ভট্টর একটি সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে তিনি এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে তার অসাধারণ লড়াইকে দর্শকদের সামনে তুলে ধরেছেন। তাঁর অভিনয়ে আর সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নিষিদ্ধপল্লি কামাথিপুরার এক সত্য কাহিনী দর্শকদের সামনে উঠে এসেছে। সেই অভিনয়ের গভীরতায় এখনও মশগুল দর্শককূল। তার মধ্যেই জন্মদিনে ‘ব্রহ্মাস্ত্র’-এর সুখবরে উচ্ছ্বসিত ভক্তরা। বাঙালি পরিচালক অয়ন মুখার্জির পরিচালনায় আলিয়ার পাশাপাশি ব্রহ্মাস্ত্র’-এ অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, নাগার্জুন আক্কিনেনি, মৌনী রায় প্রমুখ। এর আগে স্টুডেন্ট অফ দি ইয়ার সিনেমা, হাইওয়ে, বাদরি কি দুলহানিয়া, কালাঙ্ক, রাজি, ডিয়ার জিন্দেগির মত সিনেমায় নিজেকে সফল প্রমাণ করে জায়গা পাকা করেছেন বলিউডে। আগামীদিনে ‘ব্রহ্মাস্ত্র’-ই যে বি-টাউনে আলিয়ার ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে চলেছে তা এখন থেকেই ভবিষ্যদ্বাণী করছেন ভক্তকূল।