জয়প্রকাশের ‘ ফুল ‘ বদলকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: মঙ্গলবার জয়প্রকাশ বিজেপি থেকে তৃণমূলে আসায় রাজনীতিতে এসেছে এক নতুন চমক। কিন্তু তার এই বদলে রাজ্য বিজেপিতে কোনো প্রভাব পড়বে না এই দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও দাবি করেছেন যে , রাজ্যের আরোও বিজেপি ক্ষুব্ধ নেতারাও জয়দেব প্রকাশের এই সিদ্ধান্তের টের পায়নি। আজ সকালে দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মুখোমুখি হলেন দিলীপ বাবু। উনি বলেন , ‘ কিছু পেশাদার লোক থাকেন। তাঁরা যখন যেমন তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরেরদিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আয়ারাম গয়ারাম। ফুটবল ক্লাব বদল করার মতো। কিছু লোক আসবে যাবে। এতে কিছু যায় আসে না।’ দলের পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ‘ দল আমরা দাঁড় করিয়েছি। পার্টি এখন গাড্ডায় পড়েছে। আমরা আবার সেটা নিয়ে বসব।’  মঙ্গলবার এই ঘটনার পরিপ্রক্ষিতে দিলীপ ঘোষ তার এ হেন প্রতিক্রিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।