শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: পদ্মের পরিবর্তে এবার ঝাড়ু হাতে বিজেপি নেতা। গঠিত হল আম আদমী পার্টির(AAP) জলপাইগুড়ি তে প্রথম জেলা কমিটি। বিগত কিছুদিন ধরে চলে ভার্চুয়াল মিটিং- এবং এর মাধ্যমেই মোট ১৪ জনকে আম আদমি পার্টি গঠন করল জলপাইগুড়ির জেলা কমিটি। এই খবর জানিয়েছেন আম আদমি পার্টির নব নিযুক্ত সদস্য জেলা ইনচার্জ নবেন্দু সরকার। তিনি ছিলেন বিজেপি কিশান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি । বুধবার রাতে ভার্চুয়াল মিটিং-এর পরই দিল্লি থেকে এই কমিটি তৈরির নির্দেশ পাঠানো হয় এমনটাই তিনি জানান এবং তখনই জেলা ইনচার্জ হিসেবে নবেন্দু বাবুকে নির্বাচিত করে কমিটি।
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: পদ্মের পরিবর্তে এবার ঝাড়ু হাতে বিজেপি নেতা। গঠিত হল আম আদমী পার্টির(AAP) জলপাইগুড়ি তে প্রথম জেলা কমিটি। বিগত কিছুদিন ধরে চলে ভার্চুয়াল মিটিং- এবং এর মাধ্যমেই মোট ১৪ জনকে আম আদমি পার্টি গঠন করল জলপাইগুড়ির জেলা কমিটি। এই খবর জানিয়েছেন আম আদমি পার্টির নব নিযুক্ত সদস্য জেলা ইনচার্জ নবেন্দু সরকার। তিনি ছিলেন বিজেপি কিশান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি । বুধবার রাতে ভার্চুয়াল মিটিং-এর পরই দিল্লি থেকে এই কমিটি তৈরির নির্দেশ পাঠানো হয় এমনটাই তিনি জানান এবং তখনই জেলা ইনচার্জ হিসেবে নবেন্দু বাবুকে নির্বাচিত করে কমিটি।