
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : পৃথিবীর কোনও অংশে এটি উদযাপনের দিন, কোথাও বা প্রতিবাদের। দিনটির পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস। নারী দিবসের এই যাত্রা শুরু হয়েছিল নিউইয়র্কের এক গার্মেন্টস কারখানার শ্রমিকদের বিরুদ্ধে। নারীরা এই আন্দোলন জানানোর ফলে আমেরিকান সোশ্যালিস্ট পার্টি ১৯০৯ সালের ২৮ শে ফেব্রুয়ারি নিউইয়র্কে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে জাতীয় নারিদিবস আয়োজন করা হয় । এবং প্রস্তাব দিয়েছিলেন শ্রমকর্মী থেরেসা ম্যাকওয়েল। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন।সিদ্ধান্ত হয় ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে।