
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: বৃহস্পতিবার ভোররাতে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ভূমিকম্পের জেরে প্রাথমিক ভাবে ৪জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেকে। যদিও এখনও বিভিন্ন জেলায় উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান চলছে। জানা যাচ্ছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশী ছিল যে ইতিমধ্যেই পূর্ব জাপানে সুনামির সতর্কতা জারি হয়েছে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন, রিখটার স্কেলে বৃহস্পতিবার ভোররাতে হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৭.৪ ম্যাগনিটিউড।এই ভূমিকম্পের জেরে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে জাপানের ফুকুশিমার উপকূল। এই উপকূলের একাধিক দোকানপাট ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে, লাইনচ্যুত হয়েছে বুলেট ট্রেন। অন্যদিএক এই ভূমিকম্পের পরপরই উত্তর পূর্ব জাপানের একাধিক উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি হয়েছে এবং তার কিছু পর থেকেই ওই এলাকার সমুদ্রের জলস্তরে অস্বাভাবিক পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এমনকি ওই এলাকার বহু সমুদ্র উপকূলে স্বাভাবিকের বড় বড় ঢেউ আছড়ে পড়ার খবর মিলেছে। এই ভূমিকম্পের জেরে উত্তরপূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর জেরে অন্ধকারের মধ্যে বসবাস করেছেন অন্ততপক্ষে ২০ লক্ষ মানুষ।