
সৌমিতা/ সংবাদ সংস্থা : ২৫ মার্চ রাতে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পরেই এলন মাস্ক জানান টুইটারের ফিচারে বেশকিছু পরিবর্তন আনা হবে। আর ঠিক যেমনটা বলেছিলেন তেমনটাই করে দেখালেন। এবার থেকে ট্যুইটার ব্যবহার করতে লাগবে টাকা। তবে তা জনসাধারণের জন্য নয়। তারা আগের মতোই বিনামূল্যে এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারবেন। সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নেবে টুইটার। বুধবার ৪ মে এক টুইটের মাধ্যমের এই তথ্য সবাইকে দেন।
