
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: দক্ষিণের সিনেমা রেকর্ড এখন দেশজুড়ে। কিছু মাস ধরেই লোকের মুখে একটাই সিনেমা , ট্রিপলআর যার বক্স অফিস বর্তমানে ১০০০ কোটি পার। কিন্তু এখন তারই জমি দখল করতে এসে গেছে যশের কেজিএফ-টু। পয়লা বৈশাখে অর্থাৎ ১৫ এপ্রিল মুক্তি পাচ্ছে কেজিএফ টু , এখন থেকেই ধুম পড়েছে প্রি- টিকিট বুকিংয়ের । ইতিমধ্যেই শুধুমাত্র হিন্দি ভার্সনে ১১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে । ছবি মুক্তির আগে টিকিটের প্রি- বুকিংয়ের রেকর্ড গড়েছিল ট্রিপল আর এবার সেই রেকর্ডই ভাঙল যশের কেজিএফ-টু। পাশাপাশি অন্যান্য ভার্সনে কন্নড় ৪.৯০ কোটি, মালায়লম ১.৯০ কোটি, তামিল ২ কোটি ও তেলুগুতে ৫ লক্ষ টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে।সবমিলিয়ে মুক্তির আগেই ২০ কোটি টাকা ব্যবসায় কেজিএফ-টু। এই থেকেই আন্দাজ করা যায়, রামচরণ, জুনিয়র এনটিআর তুলনায় পাল্লা ভারী কেজিএফ টু-র ।