স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: আগামী শুক্রবার সন্ধ্যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অমিত শাহর উপস্থিতিতে নৃত্য পরিবেশন করবেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী তথা ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। দুদিনের সফরে বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমবঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসময়ে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সাক্ষাৎ করবেন বিশিষ্টজনদের সঙ্গে।রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। সেই কারণেই ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠা সঙ্কল্প সপ্তাহ পালনের পরিকল্পনা বিজেপির। আর এই কর্মসূচিতে যোগ দিতেই ৫ মে দিল্লি থেকে সোজা কলকাতা বিমানবন্দরে নামলেন অমিত শাহ । এদিন তাঁকে বিমান বন্দরে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য শীর্ষ নেতৃত্ব। ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন যুগিয়েছিল। ফলে ফের এ রাজ্যে তাঁর আসা বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নৃত্যানুষ্ঠানে ডোনা গাঙ্গুলির নাচের অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ। অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড়ও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: আগামী শুক্রবার সন্ধ্যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অমিত শাহর উপস্থিতিতে নৃত্য পরিবেশন করবেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী তথা ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। দুদিনের সফরে বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমবঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসময়ে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সাক্ষাৎ করবেন বিশিষ্টজনদের সঙ্গে।রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। সেই কারণেই ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠা সঙ্কল্প সপ্তাহ পালনের পরিকল্পনা বিজেপির। আর এই কর্মসূচিতে যোগ দিতেই ৫ মে দিল্লি থেকে সোজা কলকাতা বিমানবন্দরে নামলেন অমিত শাহ । এদিন তাঁকে বিমান বন্দরে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য শীর্ষ নেতৃত্ব। ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন যুগিয়েছিল। ফলে ফের এ রাজ্যে তাঁর আসা বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নৃত্যানুষ্ঠানে ডোনা গাঙ্গুলির নাচের অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ। অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড়ও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।