নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ৬ ঘন্টার বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। তারপর আবার নামখানা সেতু স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতের জন্য হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর নামখানা সেতু বন্ধ রাখা হবে। তিনদিনেই জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এনিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে নোটিশ দেওয়া হয়েছে। নামখানার বিডিও শান্তনু ঠাকুর বলেন, শুক্রবার দুপুর দু’টো থেকে রবিবার ১১:৩০ মিনিট পর্যন্ত সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখা হবে। কিন্তু জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে। যদিও সেতু বন্ধের জেরে এলাকার মানুষ সমস্যায় পড়তে চলেছেন। বিশেষ করে বকখালি যাওয়া পর্যটকদের সমস্যায় পড়তে হবে। প্রসঙ্গত, ২ জানুয়ারি নামখানা সেতুর নীচে পাটকাঠির গুদামে বড়সড় আগুন লাগে। যার জেরে সেতুর নীচে বেশ কিছু অংশে ফাটল দেখা দেয়। এই ঘটনার পর ইঞ্জিনিয়াররা একমাস সেতুতে ভারী যান চলাচল বন্ধ রাখার পরামর্শ দেন।
নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ৬ ঘন্টার বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। তারপর আবার নামখানা সেতু স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতের জন্য হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর নামখানা সেতু বন্ধ রাখা হবে। তিনদিনেই জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এনিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে নোটিশ দেওয়া হয়েছে। নামখানার বিডিও শান্তনু ঠাকুর বলেন, শুক্রবার দুপুর দু’টো থেকে রবিবার ১১:৩০ মিনিট পর্যন্ত সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখা হবে। কিন্তু জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে। যদিও সেতু বন্ধের জেরে এলাকার মানুষ সমস্যায় পড়তে চলেছেন। বিশেষ করে বকখালি যাওয়া পর্যটকদের সমস্যায় পড়তে হবে। প্রসঙ্গত, ২ জানুয়ারি নামখানা সেতুর নীচে পাটকাঠির গুদামে বড়সড় আগুন লাগে। যার জেরে সেতুর নীচে বেশ কিছু অংশে ফাটল দেখা দেয়। এই ঘটনার পর ইঞ্জিনিয়াররা একমাস সেতুতে ভারী যান চলাচল বন্ধ রাখার পরামর্শ দেন।