তেলেঙ্গানায় কপ্টার দুর্ঘটনা, নিহত ২ পাইলট

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: আবারও চপার দুর্ঘটনা। তেলেঙ্গানা রাজ্যে হেলিকপ্টার ভেঙে দুজন পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পেদ্দাভুরা ব্লকের তুঙ্গাতুরথি গ্রামে। কৃষ্ণা নদীর উপর নাগার্জুনসাগর বাঁধের কাছে। আজ, শনিবার সকালে প্রচন্ড এক বিস্ফোরণের শব্দ শুনে তুঙ্গাতুর্থি গ্রামের লোকেরা ছুটে আসে। দেখা যায় একটা কপ্টার ভেঙে পড়ে আছে। খবর পেয়ে উদ্ধারকারীদের নিয়ে ছুটে আসে পুলিশের দল। মেডিকেল টিমও ঘটনাস্থলের দিকে ছুটে যায়। মনে করা হচ্ছে চপারটি ট্রেনিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটির পাইলট ও এক ট্রেনি পাইলটের দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, এই চপারটি হায়দ্রাবাদের একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ প্রতিষ্ঠানের। তবে কীকরে এবং কেন এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রতিষ্ঠানের তরফে কোনও জবাব মেলেনি এই বিষয়ে এখনও।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।