
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: ভ্রমণ প্রেমিদের জন্য সুখবর। তাঁদের জন্য রইল নতুন উপহার। গ্রীষ্মকালে যারা দীঘা ঘুরতে যেতে চাইছেন বা ভাবছেন তাঁদের জন্য দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে দেওয়া হচ্ছে নতুন ট্রেন। আগামী ২৭ জুন, সোমবার পর্যন্ত ওই পরিষেবা চালু থাকবে বলে। এক বিবৃতিতে বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলের ডেপুটি চিফ ম্যানেজার (অপারেশন) সঞ্জয় ঘোষ জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সপ্তাহে চারদিন (শুক্র, শনি, রবি ও সোমবার) কাণ্ডারি এক্সপ্রেস সামার স্পেশাল হিসেবে হাওড়া থেকে দীঘা যাতায়াত করবে।