
নিজস্ব প্রতিবেদন : রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা ভুবন বাদ্যকর বাড়ির সামনেই দুর্ঘটনার মুখে পড়লেন। বুকে এবং মাথায় চোট পান তিনি। ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টাকে তাড়াতাড়ি বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা। সম্প্রতি একটি গাড়ি কিনেছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুরি গ্রামে সোমবার সন্ধ্যায় সেই গাড়ি চালানোই শিখছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, তখনই দুর্ঘটনার কবলে পড়েন ভুবনবাবু। গাড়ি একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। বুকে এবং মাথায় তাঁর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিত্সকরা জানিয়েছেন, চিন্তা করার মতো তেমন কিছু হয়নি। মঙ্গলবার সকালে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে আজকেই ছুটি দেওয়া হতে পারে তাঁকে। ভুবন বাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের জানান তিনি আসা-যাওয়ার জন্য একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি কেনেন এবং সেই গাড়ি চালানো শিখতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।