
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: দেখা করতে পারেননি ২ বছর!উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর এ বার মোদীর নজরে নিজের রাজ্য। সেই লক্ষ্যেই দু’দিনের গুজরাত সফরে গিয়েছেন তিনি। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গুজরাত সফরে গিয়ে মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। গাঁধীনগরের বাসভবনে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, সোফায় মায়ের সঙ্গে বসে কথা বলছেন মোদী। এর পর একসঙ্গে বসে নৈশভোজও সেরেছেন তিনি।চার রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ের পরেই তাঁর প্রথম গুজরাত সফর ৷ মায়ের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়েছেন ৷