সংবাদ সংস্থা: দেবী কালী নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। ক্ষোভের সুরে সুকান্ত বলেছেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তৃণমূল কংগ্রেসের। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মহুয়া মৈত্রের মন্তব্য থেকে নিজেদের আলাদা করতে পারে না তৃণমূল। যদি তৃণমূল তাঁর মন্তব্যকে সমর্থন না করে, তাহলে তাঁদের ব্যবস্থা নেওয়া উচিত-হয় তাঁকে দল থেকে বহিষ্কার করা উচিত অথবা কয়েক দিনের জন্য দল থেকে সাসপেন্ড করা উচিত। সুকান্ত আরও বলেছেন, মহুয়া মৈত্রের মন্তব্যের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চা প্রতিবাদ করবে, থানায় যাবে এবং তাঁকে (মহুয়া মৈত্র) গ্রেফতার করার অনুরোধ করবে। প্রসঙ্গত, ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছে। সোমবার কলকাতার এক অনুষ্ঠানে দেবী কালীকে নিয়ে ওই ছবির পোস্টার সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে একটি মন্তব্য করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া। তার পরেই তাঁর সেই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়। এদিকে, এদিন ফের একবার সিএএ নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, এটা আমাদের প্রতিশ্রুতি যে আমরা সিএএ বাস্তবায়ন করব। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে।
সংবাদ সংস্থা: দেবী কালী নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। ক্ষোভের সুরে সুকান্ত বলেছেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তৃণমূল কংগ্রেসের। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মহুয়া মৈত্রের মন্তব্য থেকে নিজেদের আলাদা করতে পারে না তৃণমূল। যদি তৃণমূল তাঁর মন্তব্যকে সমর্থন না করে, তাহলে তাঁদের ব্যবস্থা নেওয়া উচিত-হয় তাঁকে দল থেকে বহিষ্কার করা উচিত অথবা কয়েক দিনের জন্য দল থেকে সাসপেন্ড করা উচিত। সুকান্ত আরও বলেছেন, মহুয়া মৈত্রের মন্তব্যের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চা প্রতিবাদ করবে, থানায় যাবে এবং তাঁকে (মহুয়া মৈত্র) গ্রেফতার করার অনুরোধ করবে। প্রসঙ্গত, ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছে। সোমবার কলকাতার এক অনুষ্ঠানে দেবী কালীকে নিয়ে ওই ছবির পোস্টার সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে একটি মন্তব্য করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া। তার পরেই তাঁর সেই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়। এদিকে, এদিন ফের একবার সিএএ নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, এটা আমাদের প্রতিশ্রুতি যে আমরা সিএএ বাস্তবায়ন করব। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে।