দোলের আগে বাড়বে তাপমাত্রা, বসন্তোৎসবে নেই বৃষ্টির সম্ভবনা

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: দোলের আগে ফের বাড়বে তাপমাত্রা। জানাচ্ছে হাওয়া অফিস। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্য।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ৪৮ ঘণ্টা বসন্তের হাওয়া বইবে বঙ্গে। মেঘমুক্ত আকাশ মনোরম পরিবেশ। সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে। জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি আপাতত নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই বললেই চলে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকাল ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে তবে জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি থাকবে না। কলকাতায় থাকবে সর্বনিম্ন ২১.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ বেড়ে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। কোচবিহার, বাঁকুড়া সহ বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। অন্যদিকে দার্জিলিংয়ের মত শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। গোটা বঙ্গেই গরমের দাপট এবার শুরু হবে। ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা উর্দ্ধমুখী।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।