
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: আবারো যোগী রাজত্ব ফিরছে উত্তরপ্রদেশে। দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন যোগী আদিত্যনাথ। শুক্রবার বিকেল ৪টে তে লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ করবেন তিনি। এ দিন শপথগ্রহণ অনুষ্ঠানে যোগী আমন্ত্রণ জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির কুলপতি মুলায়ম সিংহ যাদব, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকেও। এছাড়াও শোনা যাচ্ছে উপস্থিত থাকবেন বিজেপির প্রবীণতমা কার্যকর্তা ১৯৮ বছর বয়সি নারায়ণ ওরফে ভুলাই ভাই। এছাড়াও থাকছে ৬০ হাজারের বেশি বিজেপি সমর্থক।