ধর্মঘটের দ্বিতীয় দিনে ভোগান্তিতে সাধারণ মানুষ 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: কেন্দ্রীয় নীতির প্রতিবাদে আজ রাষ্ট্রে সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিন। বিক্ষোভের আজ অনেকটা কমলেও  একেবারে যে ধামা চাপা পড়ে গেছে তা নয়।দু’ দিনের ভারত বনধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং সিপিআইএম। মঙ্গলবার অর্থাৎ আজ তারই শেষ দিন। আজ সকালে বাঘাযতীনে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম সমর্থকরা।সিপিএম নেতা সুদীপ সেনগুপ্তর নেতৃত্বে মিছিল বের হয়। তার কথায়, “আমাদের ৪৮ ঘণ্টার ধর্মঘট। দেশের যা হাল, শিক্ষা, শিল্পের যেভাবে বেসরকারিকরণ হচ্ছে তার বিরুদ্ধেই সোচ্চার হয়ে আমরা পথে নেমেছি। এখানে মানুষের গণতান্ত্রিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। তারই বিরোধিতায় পথে নেমেছি আমরা। গত দু’ আড়াই মাস ধরেই পথে আছি আমরা।” কিন্তু ধর্মঘটকারীরা রাস্তা ক্রমাগত আটকে বসে থাকার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এছাড়াও বেহালায় সিপিএম নেতা কৌস্তুভ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে  বের হয় মিছিল। শীলপাড়া থেকে শুরু করে মিছিল তারাতলার দিকে এগিয়ে যায় মিছিল। সূত্রের খবর  এর আগে ও পরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এরই সাথে বনধের দ্বিতীয় দিন আলিপুরদুয়ারে বন্ধ হয় ব্যাঙ্ক। দু’দিনই রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি , লাঠিচার্জ , রাস্তায় শুয়ে বিক্ষোভ করেন ধর্মঘটীরা। কলকাতার পাশাপাশি বাঁকুড়া, বারাসত, আলিপুরদুয়ার থেকে শুরু করে  ঘাটাল বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বামেরা । ধর্মঘটীদের সংখ্যা কম হলেও ক্রমশ চালিয়ে যাচ্ছে তাদের আন্দোলন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।