স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার একটি আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিস। অমরাবতী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তৃণমূল নেতার বিরুদ্ধে চার্জশিট পেশ। সমন ইস্যু হয়েছে। ৩০ মে আদালতে হাজিরার নির্দেশ।আত্মহত্যার মামলা থেকে বাঁচলেও ফের তাঁর বিরুদ্ধে মামলায় চার্জশিট জমা পড়ল আদালতে। ঠিক কী বিষয়ে মামলা? ত্রিপুরায় কুণাল ঘোষ বলেছিলেন, জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। রাম–রাজ্যে অপমানিত হয়ে সীতাকে প্রথম অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়েছিল। এরপর পাতালপ্রবেশের মধ্যে দিয়ে কার্যত আত্মহনন করেন তিনি। তারপরই ত্রিপুরা পুলিশ ধর্মে আঘাত করার অভিযোগে একাধিক মামলা করে।কুণাল সশরীরে গিয়ে প্রতিটি থানায় জেরার মুখোমুখি হন। সঙ্গে নিয়ে গেছিলেন রামায়ণের বিভিন্ন সংস্করণ ও গবেষণাগ্রন্থ। কুণাল জানিয়েছেন, তিনি নিজে হিন্দু। কোনো ধর্মকে আঘাতের কোনো উদ্দেশ্যই তাঁর ছিল না। যারা রামের নাম নিয়ে রাজনীতি করছে, তাদের জন্য সীতার পরিণতির প্রশ্নটাই তুলে ধরেছিলেন তিনি।এই বিষয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এটা হয়রানি করার জন্য মামলা। আমি নিজেও হিন্দু। কোনও ধর্মকে আমি ছোট করি না। আমি যা বলেছি রামায়ণ থেকে বলেছি। রামায়ণ সংক্রান্ত গবেষণাপত্র থেকে বলেছি। আমি সমন পেয়েছি। আমি সবক্ষেত্রেই আইন মেনে চলি। আমি আইনজীবীর সঙ্গে কথা বলছি এবং দলীয় নেতৃত্বকে জানিয়েছি।”
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার একটি আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিস। অমরাবতী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তৃণমূল নেতার বিরুদ্ধে চার্জশিট পেশ। সমন ইস্যু হয়েছে। ৩০ মে আদালতে হাজিরার নির্দেশ।আত্মহত্যার মামলা থেকে বাঁচলেও ফের তাঁর বিরুদ্ধে মামলায় চার্জশিট জমা পড়ল আদালতে। ঠিক কী বিষয়ে মামলা? ত্রিপুরায় কুণাল ঘোষ বলেছিলেন, জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। রাম–রাজ্যে অপমানিত হয়ে সীতাকে প্রথম অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়েছিল। এরপর পাতালপ্রবেশের মধ্যে দিয়ে কার্যত আত্মহনন করেন তিনি। তারপরই ত্রিপুরা পুলিশ ধর্মে আঘাত করার অভিযোগে একাধিক মামলা করে।কুণাল সশরীরে গিয়ে প্রতিটি থানায় জেরার মুখোমুখি হন। সঙ্গে নিয়ে গেছিলেন রামায়ণের বিভিন্ন সংস্করণ ও গবেষণাগ্রন্থ। কুণাল জানিয়েছেন, তিনি নিজে হিন্দু। কোনো ধর্মকে আঘাতের কোনো উদ্দেশ্যই তাঁর ছিল না। যারা রামের নাম নিয়ে রাজনীতি করছে, তাদের জন্য সীতার পরিণতির প্রশ্নটাই তুলে ধরেছিলেন তিনি।এই বিষয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এটা হয়রানি করার জন্য মামলা। আমি নিজেও হিন্দু। কোনও ধর্মকে আমি ছোট করি না। আমি যা বলেছি রামায়ণ থেকে বলেছি। রামায়ণ সংক্রান্ত গবেষণাপত্র থেকে বলেছি। আমি সমন পেয়েছি। আমি সবক্ষেত্রেই আইন মেনে চলি। আমি আইনজীবীর সঙ্গে কথা বলছি এবং দলীয় নেতৃত্বকে জানিয়েছি।”