ধর্ষণের প্রতিবাদীরা “নপুংশক”! কুরুচিকর কবীর উবাচ

Spread the love

সংবাদ সংস্থা: রাজ্যে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের জেরে ফোনে তাঁর প্রতিক্রিয়া চাওয়ায় ফেসবুকে কুরুচিকর আক্রমণ করলেন সংগীত শিল্পী কবির সুমন। বুধবার এক ফেসবুক পোস্টে তাঁকে যাঁরা ফোন করছেন তাঁদের ‘নপুংসক’ বলে আক্রমণ করেছেন তিনি। সঙ্গে একাধিক কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার সামাজিক মাধ্যমে কবীর সুমন লেখেন,’শুরু হয়ে গেছে ফোনে নপুংশকদের আক্রমণ ‘রাজ্যজুড়ে ধর্ষণের’ বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।’ এখানেই থেমে থাকেননি তিনি। পোস্টের কমেন্ট সেকশনে তিনি প্রতিবাদীদের ‘রাজনীতিসচেতন বঙ্গ মধ্যবিত্ত’ বলে কটাক্ষ করেন। ধর্ষণের প্রতিবাদীদের নিয়ে তাঁর মন্তব্য দেখে কার্যত হতবাক সকলেই।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।