
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:আগরপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শুটার শম্ভু পণ্ডিতকে আগরপাড়া রোডের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্রসহ ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা এবং তুলে দেয় খড়দা থানা পুলিসের হাতে। পুলিশ সূত্রের খবর, পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করা হয়।পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছেন মৃত তৃণমূল কাউন্সিলর। হঠাৎই এক যুবক নীল-ডোরা কাটা টি-শার্ট পরে কেউ কিছু বুঝবার আগেই পকেট থেকে বন্দুক বের করে কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। আর সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়লেন তৃণমূল কাউন্সিলর।যুবকের বাড়ি নদিয়ার হরিণঘাটায়। গুলি চালানোর পরই পায়ে হেঁটে পালায় ওই যুবক। পরে আগরপাড়া থেকে গ্রেফতার করা হয় দোষীকে আর আজই তাঁকে তোলা হবে আদালতে। রবিবার রাতে ঘটনার পরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই পাশের হোগলা বনে লুকিয়েছিল দুষ্কৃতী মূল অভিযুক্ত শম্ভু পণ্ডিত। এলাকার মানুষজন তাকে ধরার জন্য হোগলা বনে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ভয়ে হোগলা বন থেকে বেরিয়ে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরে ফেলে শম্ভু পণ্ডিতকে। এরপর ঘটনাস্থলেই তাকে মারধর করে পুলিসের হাতে তুলে দেয়া হয়।কে বা কারা এই মৃত্যুর পেছনে রহস্য সেই নিয়ে তদন্তে নেমেছে ব্যারাকপুর থানার পুলিশ।ধৃতকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।