
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: প্রায় সাড়ে ৩ বছর পর নতুনভাবে নবরূপে নাম বদলে আবারো দর্শকের মাঝে মিলন মেলা প্রাঙ্গন । নতুন নাম হল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ । সোমবার মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের কাজ শুরু হয়ছিল ২০১৮ সালে। ২২ একর জমিতে ২টি সুবিশাল প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে, দুটি প্যাভিলিয়নের মাঝেই রয়েছে বিজনেস ব্লক, মিটিং হল এবং VIP ফুড কোর্ট। পিছনে ১১০০ চার চাকা গাড়ির পাশাপাশি ৮০০টি টু হুইলার রাখার মতো চারতলা পার্কিং লট তৈরি করা হয়েছে এছাড়াও আছে পরিবেশবান্ধব গাড়ির চার্জিং পয়েন্টের ব্যবস্থা। উদ্বোধন এর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পর রাজ্যের মুকুটে নতুন পালক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ।’ উল্লেখ, বিশ্ব মেলা প্রাঙ্গণের সামনেঐ তৈরি করা হয়েছে বিশ্ব বাংলা গ্লোব লাগানো ৬০ ফুট উঁচু বিশ্ববাংলা টাওয়ার ।