নতুন করে করোনা আতঙ্কের মাঝেই করোনা বিধি প্রত্যাহার কেন্দ্রের

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: একদিকে যখন এশিয়া, ইউরোপের একাধিক দেশে আবার নতুন করে জাঁকিয়ে বসছে করোনা মহামারি, ঠিক তখনই আগামী ৩১ মার্চ থেকে কেন্দ্র দ্বারা কার্যকর করা সমস্ত করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তবে করোনা সতর্কতা মেনে এখনও সমগ্র দেশজুড়েই মুখে মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আজ থেকে ঠিক দুই বছর আগে ২০২০ সালের ২৪ মার্চ দেশে যখন করোনার  বাড়বাড়ন্ত ঠিক তখনই দেশজুড়ে ঘোষণা করা হয়েছিল লকডাউন এবং ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় এনে ঘোষণা করা হয়েছিল একাধিক করোনা বিধি। এরপর দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে অনেক করোনা বিধিই শিথিল করা হয়েছিল। কিন্তু তারপরেও বেশ কিছু বিধিনিষেধ বহাল ছিল দেশজুড়ে। কিন্তু আগামী ৩১ মার্চের পর থেকে সেই দেশের কোনও রাজ্য কিংবা কেন্দ্র শাসিত অঞ্চলেই আর কোনও করোনা বিধিনিষেধ থাকবে না। জানা যাচ্ছে, দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এর মধ্যে অন্যতম হল আমাদের দেশের বর্তমান করোনা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বের একাধিক দেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা আতঙ্ক। ইতিমধ্যেই চিন, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশেই প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চিনে ফের শুরু হয়েছে লকডাউন।এমতাবস্থায় দেশ থকে সমস্ত করোনা বিধিনিষেধ সরিয়ে ফেলা আদৌ ঠিক হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।