
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ফের CBI তলব অনুব্রত মন্ডলকে । ভোট পরবর্তী অশান্তি মামলার পর এবার গরু পাচার চক্রের মামলায় মঙ্গলবার আবারো ডাক নিজাম প্যালেস। কিন্তু সূত্রের খবর, হাজিরা এড়াতে পারেন ‘কেষ্ট’দা। জানা যাচ্ছে, তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণের জন্য তিনি আজ হাজিরা দিতে পারবেন না বলে দাবি ঘনিষ্ঠ মহলের। পরিবর্তে তাঁর উকিল যাবেন CBI দপ্তরে। গত বৃহস্পতিবার তিনি হাজিরা দেন নিজাম প্যালেসে CBI দফতরে।
