সংবাদ সংস্থা: নবদম্পতি রণবীর আলিয়াকে বিভিন্ন ব্র্যান্ড সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু ফাজিল অথচ বুদ্ধিদীপ্ত এক শুভেচ্ছাবার্তা পোস্ট করে সবচেয়ে বেশি নজর কেড়েছে কন্ডোম কোম্পানি ডিউরেক্স! পোস্টটিতে রণবীরের সিনেমা “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর অরিজিৎ সিংয়ের “আচ্ছা চলতা হুঁ, দুয়াও মে ইয়াদ রাখনা…” গানের একটি পংক্তি উল্লেখ করা হয়েছে। আর তাতে কেবল বদলে দেওয়া হয়েছে একটি শব্দ। আসল গানটিতে ছিল: মেহফিল মে তেরে হাম না রহে জো, গাম তো নহি হ্যায়! সেটা থেকেই “গাম” শব্দটি বদলে দিয়ে “Fun” যুক্ত করা হয়েছে। আর তাতেই বদলে গিয়েছে সমস্ত অর্থটাই! ডিউরেক্স পোস্টটিতে লিখেছে, “প্রিয় রণবীর এবং আলিয়া, মেহফিল মে তেরে হাম না রহে জো, Fun তো নহি হ্যায়!” ডিউরেক্সের পোস্টটি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি কন্ডোম কোম্পানির বিপণন কৌশলকেও কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
সংবাদ সংস্থা: নবদম্পতি রণবীর আলিয়াকে বিভিন্ন ব্র্যান্ড সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু ফাজিল অথচ বুদ্ধিদীপ্ত এক শুভেচ্ছাবার্তা পোস্ট করে সবচেয়ে বেশি নজর কেড়েছে কন্ডোম কোম্পানি ডিউরেক্স! পোস্টটিতে রণবীরের সিনেমা “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর অরিজিৎ সিংয়ের “আচ্ছা চলতা হুঁ, দুয়াও মে ইয়াদ রাখনা…” গানের একটি পংক্তি উল্লেখ করা হয়েছে। আর তাতে কেবল বদলে দেওয়া হয়েছে একটি শব্দ। আসল গানটিতে ছিল: মেহফিল মে তেরে হাম না রহে জো, গাম তো নহি হ্যায়! সেটা থেকেই “গাম” শব্দটি বদলে দিয়ে “Fun” যুক্ত করা হয়েছে। আর তাতেই বদলে গিয়েছে সমস্ত অর্থটাই! ডিউরেক্স পোস্টটিতে লিখেছে, “প্রিয় রণবীর এবং আলিয়া, মেহফিল মে তেরে হাম না রহে জো, Fun তো নহি হ্যায়!” ডিউরেক্সের পোস্টটি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি কন্ডোম কোম্পানির বিপণন কৌশলকেও কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।