পকেটমারির অভিযোগে জেল হেফাজতে অভিনেত্রী রূপা দত্ত

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : শনিবার কলকাতার আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী রূপা দত্ত। সোমবার অভিনেত্রীকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল কোর্ট। শনিবার অভিনেত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছিল বেশ কয়েকটি মানিব্যাগ , যাতে সব মিলিয়ে ছিল প্রায় ৭৫ হাজার টাকা। আদালতে পুলিশের দাবি, পকেটমারির অনেক অভিযোগ তাদের কাছে এসেছে। সেই অভিযোগ গুলিতে ধৃত অভিনেত্রী যুক্ত কিনা তা খতিয়ে দেখতে হবে।এদিকে আদালতে বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি জানান, বইমেলায় জল খেয়ে বোতল ফেলতে গিয়ে ডাস্টবিনে এক ব্যাগ দেখতে পায়। এবং ওই ব্যাগটি তুলে নেওয়ার সাথে সাথেই তাকে কিছু লোক ঘিরে ধরে। একথা শুনে বিচারক অভিনেত্রীকে প্রশ্ন করেন, এত বড় বড় জায়গায় অভিনয় করেছেন, অথচ ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ তুলে নিলেন? তদন্তকারী অফিসার জানান, ওই মহিলা পরপর পার্স চুরি করছিলেন। পরে সুযোগ বুঝে তা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেই ডাস্টবিনে ফেলে দেন। তবে একজন পেশাদারী অভিনেত্রী হওয়া সত্বেও তার এমন পদক্ষেপ কেন তা এখনও জানা যায়নি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।