
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট করায় গ্রেফতার বেঙ্গালুরুর তরুণী কুঠমা শেখ। জানা গেছে তিনি মুধলের বাসিন্দা এবং মাদ্রাসার ছাত্রী। বিগত ২৩ মার্চ ছিল পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস। সেই সাপেক্ষেই এই তরুণী হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে উর্দু ভাষায় লেখেন, “আল্লাহ হর মুলক মে ইত্তিহাদ..আমান..সুকুন..আতা ফরমা মওলা।” যার বাংলা অনুবাদ হল,”ঈশ্বর প্রতিটি জাতিকে শান্তি,ঐক্য এবং সম্প্রীতির আশীর্বাদ করুক।” তা দেখেই সঙ্গে সঙ্গে এক সমাজকর্মী অরুণ কুমার ভজনত্রি রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেন মুধল পুলিশ স্টেশনে । পরবর্তীকালে এই তরুণীকে গ্রেফতার করা হলেও ২৪ শে মার্চ তাকে ছেড়ে দেওয়া হয়। এক পুলিশ আধিকারিক জানান, “তরুণীর স্টেটাসকে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উদযাপন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা শীঘ্রই কোনও পদক্ষেপ না করলে এর ফলে দাঙ্গা, বিক্ষোভ, প্রতিবাদ হতে পারত।” তাই শুধুমাত্র শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্যই কুঠমা শেখ নামের ওই তরুণীকে আটক করা হয়েছিল এমনই বক্তব্য পুলিশ। উল্লেখ্য, এই বছরের ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়েছে নতুন প্রযুক্তি আইন, যেখানে বলা হয়েছে কেউ যদি “mischievous information” সোশ্যাল মিডিয়ায় আপডেট করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে।