শ্রেয়া ঘোষ/ সংবাদসংস্থা : কলকাতার পানিহাটিতে রহস্য এক সুরঙ্গকে ঘিরে। মাটির নীচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের এক যুবক। সেই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে পানিহাটির নরসিংহ দত্ত রোড এলাকায়। ওই যুবকের অভিযোগ, পানিহাটির এক বালক ব্রহ্মচারী আশ্রমের কাছে একটি পরিত্যক্ত জমিতে মাটির নীচে সুড়ঙ্গে ২০ থেকে ২২ জন যুবককে আটকে রাখা হয়েছিল। তাঁদের মধ্যেই একজন বিহারের বাসিন্দা ওই যুবক। তাঁর দাবি, সেই জায়গা থেকে কোনওরকমে সে পালাতে সক্ষম হয়। তারপর সেই যুবক বিহারে গিয়ে গাগৌরী থানায় অভিযোগ জানায়। ওই যুবকের দায়ের করা অভিযোগে ভিত্তিতেই শুক্রবার রাতে ওই পরিত্যক্ত জমিতে অভিযান চালায় বিহার পুলিস। সূত্রের খবর, বিহার পুলিস একা নয় পরবর্তীকালে ব্যারাকপুরের গোয়েন্দা অফিসারদের নিয়ে যৌথভাবে অভিযান চালায় পানিহাটির নরসিংহ দত্ত ঘাট এলাকার ওই পরিত্যক্ত জমিতে। অভিযোগকারীকে নিয়ে আসে বিহার পুলিস এবং শুরু হয় জোর কদমে তদন্ত।
শ্রেয়া ঘোষ/ সংবাদসংস্থা : কলকাতার পানিহাটিতে রহস্য এক সুরঙ্গকে ঘিরে। মাটির নীচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের এক যুবক। সেই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে পানিহাটির নরসিংহ দত্ত রোড এলাকায়। ওই যুবকের অভিযোগ, পানিহাটির এক বালক ব্রহ্মচারী আশ্রমের কাছে একটি পরিত্যক্ত জমিতে মাটির নীচে সুড়ঙ্গে ২০ থেকে ২২ জন যুবককে আটকে রাখা হয়েছিল। তাঁদের মধ্যেই একজন বিহারের বাসিন্দা ওই যুবক। তাঁর দাবি, সেই জায়গা থেকে কোনওরকমে সে পালাতে সক্ষম হয়। তারপর সেই যুবক বিহারে গিয়ে গাগৌরী থানায় অভিযোগ জানায়। ওই যুবকের দায়ের করা অভিযোগে ভিত্তিতেই শুক্রবার রাতে ওই পরিত্যক্ত জমিতে অভিযান চালায় বিহার পুলিস। সূত্রের খবর, বিহার পুলিস একা নয় পরবর্তীকালে ব্যারাকপুরের গোয়েন্দা অফিসারদের নিয়ে যৌথভাবে অভিযান চালায় পানিহাটির নরসিংহ দত্ত ঘাট এলাকার ওই পরিত্যক্ত জমিতে। অভিযোগকারীকে নিয়ে আসে বিহার পুলিস এবং শুরু হয় জোর কদমে তদন্ত।