পেট্রোলের দর বৃদ্ধির আশঙ্কায় শঙ্কিত মধ্যবিত্ত

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: সাধারণ মানুষ আশঙ্কা করেছিলেন নির্বাচন মিটতেই পেট্রোল-ডিজেলের দাম পুনরায় বৃদ্ধি হতে পারে । তবে এই মুহূর্তে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পায়নি কিন্তু ভবিষ্যতের তা বৃদ্ধির আশঙ্কায় কপালে ঢেউ মধ্যবিত্ত মানুষের। ইতিমধ্যেই, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বর্তমানে 125 ডলার প্রতি ব্যারেল। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে খুচরো বিক্রেতাদের খরচে হিসেব  সামাল দিতে 16 মার্চ বা তার আগে জ্বালানির দাম কমপক্ষে 10 থেকে 16 টাকা বৃদ্ধি পেতে পারে। কলকাতায় এখন পেট্রলের মূল্য 104.67 টাকা/ লিটার। যদি দাম 12 টাকা/লিটার  বৃদ্ধি পায়, তাহলে পেট্রলের দাম ছোঁবে 114 টাকা/ লিটার হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।  নির্বাচনের শেষে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব যে ভারতবর্ষের অপরিশোধিত তেলের উপর পড়বে তা তো আগেই জানা ছিল, তবে কলকাতায় পেট্রোলের দাম যদি 114 টাকা প্রতি লিটার হয় , ভবিষ্যতে যানবাহন চালানো যেন এক বিলাসিতার পর্যায়ে গিয়ে দাঁড়াবে।এরই সাথে বলাবাহুল্য, বর্তমানে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম না বাড়ালেও মঙ্গলবার থেকেই দাম বেড়েছে CNG (Compressed Natural Gas)-র। এরপরেও মধ্যবিত্ত পরিবারের সেভিংস বলে আর কি কিছু থাকবে? এমনই সব প্রশ্ন উঠে আসছে সাধারণ জনগণের তরফ থেকে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।